শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

সান্তাহারে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে একজন গ্রেপ্তার  

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সান্তাহারে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে একজন গ্রেপ্তার  

আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারে বেশি দামে বিক্রির সময় সুমন হোসেন নামের এক কালোবাজারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এসময় তার নিকট থেকে নীলসাগর ট্রেনের পাঁচটি টিকিট জব্দ করা হয়। 

গত রোববার রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়। সে আদমদীঘি উপজেলার সান্তাহার চা বাগান এলাকার নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে বেশি দামে বিক্রি করতো। 

গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারণের কাছে কালোবাজারীর মাধ্যমে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করা কালে সুমন হোসেনকে ৫টি ট্রেনের টিকিটসহ গ্রেপ্তার করা হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সোমবার (২১ আগস্ট) গ্রেপ্তার সুমন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ